২৫ মে, ২০১৭ ১৮:৫০

বাগেরহাটে প্রধান শিক্ষক লাঞ্ছিত, শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস বর্জন

শেখ আহসানুল করিম, বাগেরহাট :

বাগেরহাটে প্রধান শিক্ষক লাঞ্ছিত, শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিককে লাঞ্ছিত করা হয়েছে। দুপুরে ম্যানেজিং কমিটির সভা চলাকালিন কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের হাতে লাঞ্ছিতের পরপরই শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক জানান, বৃহস্পতিবার দুপুরে স্কুলের সভাকক্ষে ম্যানেজিং কমিটির বৈঠক চলাকালে স্কুলের স্কুল মার্কেটের ৩টি দোকান ও পুকুর বরাদ্দ নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সভাপতি তাকে লাঞ্ছিত করেন। এ সময় তিনি নিজেকে বাঁচাতে দৌড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ছুটে যান। ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। এ ঘটনায় প্রধান শিক্ষক নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান জানান, লাঞ্ছিতের কোন ঘটনা ঘটেনি। একজন শিক্ষককে একজন অভিভাবক প্রতিনিধি মারধর করতে চাইলে শিক্ষকরা ক্লাস বর্জন করে।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ জানান, ওই প্রধান শিক্ষক তার কাছে মৌখিক অভিযোগ জানালে তিনি লিখিত অভিযোগ দিতে বলেছেন। তিনি আরও জানান, দুর্নীতির অভিযোগে কিছু দিন আগে ওই স্কুলের সভাপতি হাববুর রহমানকে মোবাইলে কোটের মাধ্যমে জেল হাজতে পাঠান হয়েছিল।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর