২৫ মে, ২০১৭ ১৯:০৯

বেগমগঞ্জে পুরোহিতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রশিক্ষণ শুরু

নোয়াখালী প্রতিনিধি:

বেগমগঞ্জে পুরোহিতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রশিক্ষণ শুরু

নোয়াখালীতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত এবং সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণে হিন্দু আইন ও পূজাপদ্ধতি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির কমপেক্সে তিন দিনব্যাপী চলবে এই কর্মসূচি।

আজ দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্ধোধন করেন নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে। এসআরএসসিপিএস কার্যক্রমের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা সুমনচন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি নোয়াখালী জেলা সভপতি এড. শ্রী রতন লাল সাহা, হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিনয় কিশোর রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, এসআরএসসিপিএস কার্যক্রমের সহকারি প্রশিক্ষণ কর্মকর্তা অপু চন্দ্র সরকার। 

বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৭/ওয়াসিফ  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর