২৫ মে, ২০১৭ ২০:১৮

'পাহাড়ের মানুষের কাছে শিক্ষা ও স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হবে'

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান):

'পাহাড়ের মানুষের কাছে শিক্ষা ও স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হবে'

পাহাড়ের মানুষকে মূল স্রোতধারায় নিয়ে আসতে শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিকল্প নেই। পাহাড়ে উন্নয়নের বিষয়ে বিশেষ নজর রয়েছে প্রধানমন্ত্রীর। ২০২১ সালে দেশকে মাধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে যেসব বিষয়গুলো রোডম্যাপ করে কাজ করছে সরকার তার সকল ছোঁয়া লাগবে পার্বত্য এলাকায়। বর্তমানে বান্দরবানের লামায় সকল সেক্টরে উন্নয়ন কাজ চলছে। তবে সরকারের এই উন্নয়নে কোন সন্ত্রাসী গ্রুপ বা কেউ বাধা হলে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে। আজ লামা উপজেলার সরই ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

প্রতিমন্ত্রী লামার সরই বাজারে আগুন লেগে পুড়ে যাওয়া ৪টি দোকানের ক্ষতিগ্রস্তদের খবর নেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক্ষ জনকে নগদ ৩ হাজার টাকা ও এক বান ঢেউটিন প্রদান করেন। এরপর সরই ইউনিয়নের দূর্গম লুলাইং বাজারে এক জনসভায় বেলা ১টায় বক্তব্য দেন। বিকেল সাড়ে ৩টায় সরই এলাকায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর, ৪টায় হাসনাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন, সরই ইউনিয়ন পরিষদ হতে হাসনাভিটা পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর, সরই হাইস্কুলের সম্প্রসারিত ভবনের উদ্বোধন, হাসনাভিটা ধুমছাপাড়া সড়কের উদ্বোধন ও সরই এলাকায় নতুন ১১ হাজার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন। সবশেষে সরই ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। 
    
সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি ছিলেন, লামা-আলীকদম জোন কমান্ডার লে. কর্ণেল মাহাবুব আলম পিএসসি, সহকারি জেলা প্রশাসক (রাজস্ব) হারুণ-অর রশীদ, বান্দরবানের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, এলজিইডি জেলা নির্বাহী প্রকৌশলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু সহ প্রমুখ। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর