২৫ মে, ২০১৭ ২০:৩৬

'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন, বিএনপি এলে ধ্বংস'

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন, বিএনপি এলে ধ্বংস'

দেশের দায়িত্বভার আওয়ামী লীগের হাতে থাকলে ব্যাপক উন্নয়ন হয়, আর বিএনপি ক্ষমতায় এলেই হয় ধ্বংস বলে মন্তব্যে করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিন্দা এলাকায় দাউদপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্যে করেন।

এ সময় বাণিজ্য মন্ত্রী আরো বলেন, বিএনপির সময়ে রোজা এলে রাতারাতি পণ্যের দাম বেড়ে যেতো। এবার রোজায় পণ্যের দাম স্থিতিশীল থাকবে। যাতে মুসলিমরা কোন কষ্ট না পায়। দেশের জনগণকে একটি ঘড়যন্ত্রকারী গোষ্ঠী লোডশেডিং নিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায়।

তিনি দাবি করেন,  বিভ্রান্ত হওয়ার কিছু নাই, মূলত দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে  বিদ্যূৎ সংযোগ বৃদ্ধি করা হয়েছে। ফলে কিছুটা পদ্ধতিগত সংকট দেখা দিয়েছে। এ সময় গ্রামীণ উন্নয়নে ইউনিয়ন পরিষদ বাজেট আরো বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি। দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ আলী আকবর, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত সহিদ বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, আবুল ফজল রাজু প্রমুখ।

দাউদপুর ইউনিয়ন পরিষদের ৬ কোটি ৮৭ লাখ ১৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার। এর আগে, দুপুরে উপজেলা মিলনায়তনে সাংবাদিক ও সুশীল সমাজের সামনে উপজেলা পরিষদ কর্তৃপক্ষ থেকে ২০১৭-২০১৮ইং অর্থ বছরের ১৭ কোটি ৭লাখ টাকা বিভিন্ন খাতে উপর উন্নয়নমূলক বাজেট পেশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিষ্ট ও গবেষক মীর আব্দুল আলীম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, আলমগীর হোসেন টিটু প্রমূখ।
অপর দিকে, ভুলতা ইউনিয়ন পরিষদের ৩ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূইয়া। উপস্থিত ছিলেন, সচিব এমারত হোসেন, বাবুল ভূইয়া প্রমুখ।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর