২৬ মে, ২০১৭ ১১:১৯

নওগাঁয় গুলিবিদ্ধ ৩ ডাকাত আটক

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় গুলিবিদ্ধ ৩ ডাকাত আটক

নওগাঁর নিয়ামতপুরে ডাকাতি শেষে পালানোর সময় পুলিশের গুলিতে তিন ডাকাত আহত হয়েছে। তাদেরকে আটক করা হয়েছে। 

শুক্রবার ভোররাতে উপজেলার কুন্তইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তারের বাড়িতে ডাকাতি শেষে ফেরার সময় পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলিবিনিময় হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তিন ডাকাতকে আটক করা হয়।এসময় একটি ট্রাকসহ তিনটি গরু এবং বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার নাটশাল গ্রামের সাইফুল ইসলাম (৩৫), রাজশাহীর তানোর উপজেলার নড়িয়াল গ্রামের কামরুর ইসলাম (৪৫) ও রাজশাহীর রাজপাড়া বহরমপুরের জিনারুল ইসলাম (৩২)।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, আহত ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আহত ডাকাতদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে সকাল ১০টার দিকে আহত ডাকাতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি মামলা করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্য ডাকাতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর