২৬ মে, ২০১৭ ১৪:৫৪

মহেশখালীর পাহাড়ে গোলাগুলি, নিহত ১

অনলাইন ডেস্ক

মহেশখালীর পাহাড়ে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের মহেশখালীতে দুর্গম পাহাড়ে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে তুমুল গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এলাকার শীর্ষ সন্ত্রাসী এনাম হোসেন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া-হরিয়ার ছড়া পাহাড়ে এ ঘটনা ঘটে। 

  
পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে। 
  
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, সন্ত্রাসী বেলাল বাহিনী ও আয়ুব আলী বাহিনীর ক্যাডারদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই বন্দুকযুদ্ধ হয়। দুই সন্ত্রাসী বাহিনীর গুলি বিনিময়ের খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযানে যায়। খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।  এসময় ঘটনাস্থলের পাশে জঙ্গলে গুলিবিদ্ধ একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তার পাশে তিনটি দেশে তৈরি এলজি ও পাঁচ রাউন্ড তাজা গুলি ও ছয় রাউন্ড গুলির খোসা পাওয়া যায়। 
  
তিনি বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে মহেশখালী হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম মো. এনাম হোসেন। সে হরিয়ার ছড়া এলাকার নুরুল ইসলাম বেটকার ছেলে ও তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। এনামের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি। 


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর