২৬ মে, ২০১৭ ১৬:২১

ডিসিকে ঘুষ দিতে গিয়ে টাকাসহ যুবক আটক

মাগুরা প্রতিনিধি

ডিসিকে ঘুষ দিতে গিয়ে টাকাসহ যুবক আটক

মাগুরায় জেলা প্রশাসনে (ডিসি অফিসে) নিয়োগ দেয়ার জন্য ঘুষ দিতে গিয়ে ৫ লাখ টাকাসহ এক যুবককে গ্রেফতার করে পুলিশে দিয়েছেন জেলা প্রশাসক। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, শুক্রবার জেলা প্রশাসনে কয়েকটি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা রয়েছে। ওই পরিক্ষার কাজ নিয়ে ব্যাস্ত থাকার সময় বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কুরানিরচর এলাকার বাসিন্দা তৌহিদুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের কক্ষে যান। এ সময় অর্থমন্ত্রীর এপিএস মিজানুর রহমান পরিচয় দিয়ে জেলা প্রশাসকের সরকারি মোবাইলে একটি ফোন আসে। ওই কল পেয়েই জেলা প্রশাসকের সন্দেহ হলে তিনি তৌহিদুর রহমানকে তল্লাশী করেন। 

এ সময় তার কাছ থেকে একটি পলিথিনের ব্যাগে নগদ ৫ লাখ টাকা ও শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নিয়োগ পরিক্ষার প্রবেশপত্রসহ তিনটি মোবাইল সেট পাওয়া যায়।

পরে পুলিশকে খবর দিলে রাত ৯টার দিকে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে ঘুষ দেয়ার চেষ্টার অভিযোগে রাতেই মামলা হয়েছে।

বিডি-প্রতিদিন/২৬ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর