২৬ মে, ২০১৭ ১৯:৪৬

লালমনিরহাটে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

লালমনিরহাট পৌর শহরের রেলওয়ে ড্রাইভারপাড়া খেলার মাঠটি রক্ষার দাবিতে ওই মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।  শুক্রবার বিকালে সোহেল স্মৃতি সংসদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে  দুইঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকাবাসী,মাঠ রক্ষা কমিটির সদস্য, ঈদগা মাঠ কমিটির সদস্য, সানরাইজ স্পোর্টিং ক্লাব, নবরবি ক্লাব সহ খেলাধুলা ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণঅংশ নেয়। 

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে মাঠটি খেলাধুলা, রাজনৈতিক কর্মসূচি, ঈদের নামাজসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার হয়ে আসছে। কিন্তু একটি মহলের যোগসাজসে মাঠটি ইজারা দেয় রেল বিভাগ। মাঠটির টেন্ডার প্রক্রিয়া বাতিলের দাবিতে স্ব স্ব প্রতিষ্ঠানের মালিক কর্মচারীদের কালো ব্যাচ ধারন, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান ও লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় অফিস ঘেরাও কর্মসূচী পালন করা হবে।

অবিলম্বে মাঠটির ইজারা বাতিলের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহনকারী নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

 

বিডি প্রতিদিন/২৬ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর