২৬ মে, ২০১৭ ২০:৩৪

সমুদ্র অঞ্চল থেকে বিপুল পরিমাণ শামুক-ঝিনুক জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

সমুদ্র অঞ্চল থেকে বিপুল পরিমাণ শামুক-ঝিনুক জব্দ

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া উপকূলীয় সমুদ্র সৈকত এলাকা থেকে ৯ টন শামুক-ঝিনুক জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। ২৬ মে শুক্রবার সকালে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩০ বস্তা শামুক-ঝিনুক জব্দ করেছে।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সর্দার শরিফুল ইসলাম জানান, সমুদ্র সৈকত এলাকা থেকে কিছু ব্যক্তি শামুক-ঝিনুক সংগ্রহ করার সংবাদ পেয়ে তার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ টিম  সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩০ বস্তা শামুক-ঝিনুক জব্দ করা হয়। যার ওজন ৯ টন। 

তিনি আরও জানান,  ঝিনুক সংগ্রহ করে পরিবেশের ক্ষতি করছে। এ ঘটনায় ওই বাহানছড়া বড়ডেইল এলাকার মোঃ ইলিয়াছ,মেঃ রফিক, মোঃ রুবেল ও মোঃ জোবাইরকে আসামি করে পরিবেশ আইনে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।


বিডি প্রতিদিন/২৬ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর