২৭ মে, ২০১৭ ১৫:৪০

শ্যামল কান্তির মুক্তির দাবিতে দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি:

শ্যামল কান্তির মুক্তির দাবিতে দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন

নারায়নগঞ্জের প্রধান শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি এবং দোষি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের শিক্ষক সমাজ। শনিবার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন শিক্ষক সমাজ। 

বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাতলুবুল মামুন, সহ-সভাপতি বুনু বিশ্বাস, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাসউদ আলম, বাশিস দিনাজপুর এর আহবায়ক মোঃ সামিনুর ইসলাম, মাকিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুল হক, বাশিস জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম, স্বারদেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার, ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। 

অন্যদিকে, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দিনাজপুর জেলা শাখার আহবায়ক বদিউজ্জামান বাদল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য খন্দকার আশরাফুজ্জামান, পাঁচবাড়ী কলেজের শিক্ষক লাইফুর চৌধুরী, শংকরপুর কলেজের শিক্ষক মিনারুল ইসলাম প্রমুখ। 

 

বিডি প্রতিদিন/২৭ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর