২৭ মে, ২০১৭ ১৬:৩৪

ভাস্কর্য সরানোর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি:

ভাস্কর্য সরানোর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

সুপ্রিম কোর্ট এলাকা থেকে ন্যায় বিচারের প্রতীক ভাস্কর্য সরানোর প্রতিবাদে এবং ঢাকায় প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্রগতিশীল সংগঠনগুলোর নেতাকর্মীরা। 

আজ দুপুরে শহরের চৌমোহনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুব ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া। ছাত্র ফ্রন্টের সভাপতি মিটন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক নিলীমেষ ঘোষ বলু, উদীচীর সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী, সাংস্কৃতিক সংগঠন অরুনোদয়ের সদস্য কল্লোল দাস, ছাত্র ইউনিয়নের সভাপতি প্রশান্ত দেব, প্রথম আলো বন্ধু সভার সদস্য অপূর্ব সোহাগ, ছাত্র মৈত্রীর সভাপতি শেখ মাহবুব হাসান মুক্তা।

সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, সরকার মৌলবাদী ও স্বাধীনতা বিরোধীদের সাথে যে আপোষের রাজনীতি শুরু করেছে সেটা সুখকর হবেনা। সরকার তাদের লাই দিয়ে মাথায় তুলেছে। এখন তারা দেশের সকল ভাস্কর্য ভাঙ্গার দাবি করছে। তাদের এই জঘন্য আগ্রাসন রুখতেই হবে। এজন্য সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহবান জানান তারা।

 

বিডি প্রতিদিন/২৭ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর