২৭ মে, ২০১৭ ১৮:১৯

বরগুনায় মোটরসাইকেল রেসে নিহত ১

অনলাইন ডেস্ক

বরগুনায় মোটরসাইকেল রেসে নিহত ১

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজারে আজ শনিবার দুই মোটরসাইকেলের রেস চলাকালীন (দ্রুত বেগে চলার প্রতিযোগিতায়) ওই রেসের বিচারক জুলহাস (২৮) নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩ জন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কড়ইবাড়িয়া গ্রামের ধলু জোমাদ্দারের ছেলে মোটরসাইকেল চালক জহিরুল ইসলাম (২০) ও পার্শ্ববর্তী আলীর বন্দর গ্রামের আমজেদ মাঝির ছেলে মোটরসাইকেল চালক জহিরুল হক (২৫) ৫শ’ টাকা বাজি ধরে আমতলী-তালতলী সড়কে মোটরসাইকেলের রেস শুরু করে। এ রেসে বিচারক হিসেবে দুই জহিরুলের সাথে মোটরসাইকেলে চাপে কড়ইবাড়িয়া মোটরসাইকেল সমিতির সভাপতি আ. জব্বার ও নলবুনিয়া গ্রামের মাজেদ প্যাদার ছেলে জুলহাস। রেসের মাঝামাঝি আলীরবন্দরের বাঁকে একটি মিনিবাসের সামনে পরলে মোটরসাইকেল দু’টি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে ডোবায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রেসের বিচারক জুলহাস প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুই জহিরুল ও আ. জব্বারকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, পুলিশ বিষয়টি অবগত হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/২৭ মে ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর