২৭ মে, ২০১৭ ২২:৩১

'দেশের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে'

অনলাইন ডেস্ক

'দেশের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে'

ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশের প্রতিটি সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। বিশ্বের বুকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আজ শনিবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা পশ্চিমপাড়া ৬ নম্বর ওয়ার্ডের দোয়াখোলায় নামযজ্ঞানুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নারায়ন চন্দ্র চন্দ বলেন, দেশের সকল শ্রেণি ও পেশার মানুষকে এক সাথে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। যে কোনো ধর্মীয় উৎসবই সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে। সকল ধর্মের লক্ষ্য হচ্ছে সৎ ও ন্যায়কে প্রতিষ্ঠিত করা। 

এসময় জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ান মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও স্থানীয় জনসাধারণ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/২৭ মে ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর