২৮ মে, ২০১৭ ১৭:১৪

বরিশালে মন্দির ও রাস্তার জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে মন্দির ও রাস্তার জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

বরিশাল নগরীর কাশীপুর গনপাড়া এলাকার সার্বজনীন কালী ও শিতলা মন্দির এবং তিন শতাধীক পরিবারের চলাচলের রাস্তার জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা।

রবিবার দুপুর ১২টায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে নগরীর কাশীপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গণপাড়া সার্বজনীন কালী ও শীতলা মন্দির এবং কাশিপুর সৎসঙ্গ বিহার কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সৎসঙ্গ বিহারের সভাপতি সুরঞ্জিৎ দত্ত লিটু।

বক্তব্য রাখেন, গণপাড়া সার্বজনীন কালী ও শীতলা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস, শ্রীশ্রী স্বামী প্রজ্ঞানানন্দ, ট্রাস্টের সাধারণ সম্পাদক বাসুদেব কর্মকার ভাষাই ও বরিশাল মহানগর পূঁজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক স্বপন কর প্রমূখ।

বক্তারা অবিলম্বে মন্দির ও তিন শতাধীক পরিবারের চলাচলের রাস্তার জমি অধিগ্রহণের উদ্যোগ বাতিলের দাবী জানান।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর