২৮ মে, ২০১৭ ১৮:১৮

নীলফামারীতে জেএমবি সদস্য আটক

নীলফামারী প্রতিনিধি


নীলফামারীতে জেএমবি সদস্য আটক

নীলফামারীতে অভিযান চালিয়ে শাহিন ইসলাম শাহিন(৩৮) নামে নিষিদ্ধ ঘোষিত জেএমবির এক সদস্যকে আটকের কথা জানিয়েছে র‌্যাব-১৩।

রবিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার কাজীরহাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক শাহিন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামের আফসার উদ্দিনের ছেলে। 

র‌্যাব-১৩ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে নীলফামারী সিপিসি-২’র ভারপ্রাপ্ত কমান্ডার শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিলো বলে জানায় র‌্যাব অফিস। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২’র(সিপিসি-২) ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে জেএমবির সদস্য বলে স্বীকার করেছে। এছাড়া জঙ্গি হামলার প্রশিক্ষণসহ জেএমবিতে নিয়মিত চাঁদা দিতো সে। আটক শাহিনকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি শাহীনুর। 

বিডি-প্রতিদিন/২৮ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর