২৮ মে, ২০১৭ ২১:৪৪

মানিকগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া ও সিংগাইরে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় তিন ধানকাটা শ্রমিক ও দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো পাঁচজন।

রবিবার দুপুর সাড়ে ১২ টায় সাটুরিয়ায় এবং বিকেল ৩টার দিকে সিংগাইর উপজেলার বায়রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বায়রা কাটাখালী গ্রামের আব্দুল বারেক (৪৫), একই গ্রামের তাহের আলম (৪৬) ও আসলাম হোসেন (৫০) এবং সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের নিতাই সরকার (১৫) ও জয়ন্ত সরকার (১৩)।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের আসলাম হোসেনের বাড়িতে ধানকাটার কাজ করছিলেন এলাকার কয়েকজন কৃষক। বৃষ্টির সময় তারা ক্ষেতের পাশে ধানের গোলায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে আব্দুল বারেক, হাসপাতালে নেয়ার পর তাহের আলী ও আসলাম হোসেনের মৃত্যু হয়।

বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে একজন নারী রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইমাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানিয়েছেন, সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছে নবম শ্রেণির ছাত্র নিতাই সরকার (১৫) ও অষ্টম শ্রেণির ছাত্র জয়ন্ত সরকার (১৩)।

বিডি প্রতিদিন/ ২৮ মে, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর