২৯ মে, ২০১৭ ১২:৫০

শোলাকিয়ায় জঙ্গি হামলা, গাইবান্ধার রাজীব গান্ধি রিমান্ডে

কিশোরগঞ্জ প্রতিনিধি

শোলাকিয়ায় জঙ্গি হামলা, গাইবান্ধার রাজীব গান্ধি রিমান্ডে

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় আটক জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধি ওরফে সুভাষকে তিন দিনের জন্য রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। 

আজ সোমবার দুপুরে জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধি ওরফে সুভাষকে কিশোরগঞ্জ সিনিয়র জুডিসিয়াল আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক মো. ইকবাল মাহমুদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রাজীব গান্ধির বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভূতমারা গ্রামে। গতকাল রবিবার সন্ধ্যার পর রাজিব গান্ধিকে কঠোর নিরাপত্তায় দিনাজপুর কারাগার থেকে কিশোরগঞ্জে নিয়ে আসা হয়। 

পুলিশ জানায়, ঢাকার হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারীর অভিযোগ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ২৩টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, গত বছরের ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ, স্থানীয় এক নারী ও এক হামলাকারী নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় রাজীব গান্ধিকে অন্যতম পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করছে পুলিশ।

 

বিডি প্রতিদিন/২৯ মে, ২০১৭/ফারজানা

সর্বশেষ খবর