২৯ মে, ২০১৭ ১৪:০২

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় প্রস্তুতি সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় প্রস্তুতি সভা

বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলা করতে মেঘনা উপকুলীয় অঞ্চল লক্ষ্মীপুরে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। 

আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সদস্য ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ প্রস্তুতি সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। সভায় উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা, দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ কালীন ও পরবর্তী সময়ে খাদ্য সরবরাহ, মেডিকেলটিম গঠন, রেড ক্রিসেন্ট সদস্য ও ৬টি কন্ট্রোলরুম খোলাসহ ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানানো হয়। 

বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর