২৯ মে, ২০১৭ ১৬:৫৯

শেরপুরে দুই মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

শেরপুরে দুই মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে ইয়াবা বিক্রির অপরাধে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন-শ্রীবরদী উপজেলার মুন্সীপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮) ও ছনকান্দা গ্রামের মৃত মোফাজ্জল হকের ছেলে নুর জামাল (৩৫)।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন এ সাজা দেন।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর-শেরপুর সার্কেলের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে সোমবার শ্রীবরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় শ্রীবরদীর মুন্সীপাড়া গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম ও ছনকান্দা গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ নুর জামালকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন সাইফুল ও নুর জামালকে ৬ মাসের বিনাশ্রম সাজার আদেশ দেন।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর