২৯ মে, ২০১৭ ১৭:০৮

মেহেন্দিগঞ্জে ঘুষ চেয়ে নির্যাতনের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

মেহেন্দিগঞ্জে ঘুষ চেয়ে নির্যাতনের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

ঘুুষের চেয়ে নির্যাতনের অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জ থানার এক উপ-পরিদর্শক (এসআই) সহ ২ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। 

মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা জনৈকা মালেকা পারভীন বাদী হয়ে গত রবিবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন। বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। 

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলো- মেহেন্দিগঞ্জ থানার এসআই আব্দুর রহমান এবং কনস্টেবল রাজিব তালুকদার। 

মামলায় অভিযোগ করা হয়েছে, মালেকা পারভীনের ছেলে মাহবুব আলম ২০১৬ সালের ৫ আগস্ট রাতে ওষুধ কেনার জন্য বাসার বাইরে যায়। পথে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে ৫ হাজার টাকা ঘুষ দাবি করে। টাকা না দেওয়ায় মাহবুব আলমকে পুলিশ বেদম মারধর করে। ছেলের চিৎকারে মালেকা পারভীন এগিয়ে এলে পুলিশ তাকেও মারধর করে।

বিডি প্রতিদিন/ ২৯ মে, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর