২৯ মে, ২০১৭ ১৮:৩১

বগুড়ার ২টি ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,বগুড়া:

বগুড়ার ২টি ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রতীকী ছবি

বগুড়া জেলার কাহালু সদর ও মালঞ্চা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

কাহালু সদর ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পিএম বেলাল হোসেন এর সভাপতিত্বে ২০১৭-১৮ইং অর্থ বছরের ১ কোটি ১১ লক্ষ ৭৯ হাজার ৯’শ ৪৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। 

বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এসএম রুহুল মোমিন তারিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু সদর ইউনিয়ন পরিষদের সচিব (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আব্দুল মোমিন, ইউপি সদস্য মিনিকা বেগম, শেফালী বেগম, কোহিনুর বেগম, রমজান আলী, জাফরুল ইসলাম ফিটু, মাকছুদুর রহমান বাবুল প্রমূখ। 

বাজেট সভায় ইউ পি সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ২ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। মোট ১ কোটি ১১ লক্ষ ৭৯ হাজার ৯’শ ৪৮ টাকা এর মধ্যে ব্যয় ১ কোটি ১১ লক্ষ ৩৪ হাজার ৯’শ ৪৮ টাকা এবং উদ্ধৃত ৪৫ হাজার টাকা। 

অন্যদিকে মালঞ্চা ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ইং অর্থ বছরের ১ কোটি ২৫ লক্ষ ৮৭ হাজার ২’শ ৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। মালঞ্চা ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালিব এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় উপস্থিত ছিলেন মালঞ্চা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াকুব আলী, জাহাঙ্গীর আলম, মুঞ্জুয়ারা খাতুন, ইউপি সচিব আব্দুল মোমিন, ইউ পি সদস্য খালেদা খাতুন, রুজিয়া খাতুন, আবুল বাশার, আব্দুস সোবাহান (শাহিন), সিদ্দিক প্রাং, হীরেন চন্দ্র সরকার, আব্দুল মতিন (বাবলা), নুরুল ইসলাম, আলহাজ্ব মজিবর রহমান হাফিজার রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোট ১ কোটি ২৫ লক্ষ ৮৭ হাজার ২’ শ ৪ টাকা এর মধ্যে ব্যয় ১ কোটি ২৫ লক্ষ ৩৭ হাজার ২’ শ ৪ টাকা এবং উদ্ধৃত ৫০ হাজার টাকা। 

বিডি প্রতিদিন/ ২৯ মে, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর