২৯ মে, ২০১৭ ২০:১৫

ঘূর্ণিঝড় ‘মোরা’: নোয়াখালীতে খুলে দেওয়া হয়েছে ৩১২ আশ্রয় কেন্দ্র

নোয়াখালী প্রতিনিধি :

ঘূর্ণিঝড় ‘মোরা’: নোয়াখালীতে খুলে দেওয়া হয়েছে ৩১২ আশ্রয় কেন্দ্র

ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় নোয়াখালীর উপকূলীয় এলাকায় বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করে নির্দেশ দেওয়া হয়েছে। জেলার সুবর্ণচর, হাতিয়া ও কোম্পানিগঞ্জ উপজেলায় ৩১২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

জেলা প্রশাসন জানায়, উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে থাকতে মাইকিং করে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার দে জানান ৩১২ টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এর বাইরে প্রয়োজনে আরো ১০০টি স্কুল কলেজ প্রস্তুত রাখা হয়েছে। ৭ নম্বর সতর্ক সংকেত ঘোষণা হওয়ার পর থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত গ্রহণ শুরু হয়েছে।

জেলার তিনটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঘুর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ লাখ টাকা ও ২৯৮ মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে। 

তিনি জানান ‘মোরা’ মোকাবিলায় ১০২টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এছাড়াও দুর্যোগ মোকালোয় রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা মাঠে রয়েছেন। এদিকে হতিয়ার সাথে সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর