২৯ মে, ২০১৭ ২০:৩২

নোয়াখালীতে পোল্ট্রি খামারি ও ডিলারদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে পোল্ট্রি খামারি ও ডিলারদের মানববন্ধন

ব্রয়লার ও লেয়ার বাচ্চার অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদের এবং সকারিভাবে বাচ্চা ও খাবারের দাম নির্ধারণের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে পোল্ট্রি খামার মালিক ও ডিলাররা। 

সোমবার জেলা শহরের প্রশান সড়কে ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, হ্যাচারি মালিকরা ২৫ থেকে ৩০ টাকা মূল্যের প্রতিটি ব্রয়লার বাচ্চার দাম নির্ধারণ করছে ৮০ থেকে ১০০ টাকা।

বাচ্চার এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে খামার মালিক ও ডিলারসহ পোল্ট্রি শিল্পের সাথে জড়িত হাজার হাজার পরিবার এখন নি:স্ব হওয়ার পথে। মানববন্ধনে অবিলম্বে সরকারিভাবে ব্রয়লার বাচ্চার দাম ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করে দেয়ার দাবি জানানো হয়।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সদস্য মোশারফ হোসেন রোমেল। মানববন্ধনকারীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বারকলিপি দেন। 

বিডি প্রতিদিন/ ২৯ মে, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর