৩০ মে, ২০১৭ ১৬:১৭

ঘূর্ণিঝড় 'মোরা'র আঘাতে রাঙামাটিতে বাড়িঘর বিধ্বস্ত, নিহত ২

ফাতেমা জান্নাত মুমু,রাঙামাটি:

ঘূর্ণিঝড় 'মোরা'র আঘাতে রাঙামাটিতে বাড়িঘর বিধ্বস্ত, নিহত ২

রাঙামাটিতে ঘূর্ণিঝড় মোরার আঘাতে গাছচাপায় দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জাহিদা সুলতানা নাহিমা (১৪) ও হাজেরা বেগম (৪৫)। রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. আবু তৈয়ব এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘূর্ণিঝড় মোড়া রাঙামাটিতে আঘাত আনে। তীব্র বাতাসের কারণে বিধ্বস্ত হয়ে পরে প্রায় ২শতাধিক ঘর। এসময় শহরের আসামবস্তী ও ভেদভেদী এলাকায় ঘরের উপর গাছ ভেঙ্গে পরে। গাছে নিচে চাপাপড়ে জাহিদা সুলতানা নাহিমা ও হাজেরা বেগম ঘটনাস্থলে মৃত্যু হয়। থবর পেয়ে স্থানিয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করে।

এ ব্যাপারে রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. আবু তৈয়ব জানান, ঘূর্ণিঝড়ের কারণে শহরের বেশ কিছু জায়গায় গাছ উপড়ে ও ভেঙ্গে পরার ঘটনা শুনেছি। নিহত যে দু'জনকে নিয়ে আসা হয়েছে। তাদেরও গাছের চাপায় মৃত্যু হয়েছে।

এদিকে রাঙামাটি শহরের কলেজ গেইট, রাঙামাটি যাদুঘর সড়ক, তবলছড়ি, আসামবস্তী, রিজার্ভ বাজার, ঝুলিখা পাহাড়, পুড়ানবস্তী, ফরেস্ট কলোনী সড়ক ও ডিসি অফিস এলাকায় বেপক গাছ পালা ভেঙ্গে সড়কে বন্ধ হয়ে যায়। এছাড়া বৈদ্যুতিক লাইন কেবিল টিভির লাইন ও টেলিফোন লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় রাঙামাটি শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বন্ধ হয়ে যায় মোবাইল নেটওয়ার্কও। অন্যদিকে, রাঙামাটি জেলার প্রায় ১০টি উপজেলায় ঘূর্ণিঝড় মোরা আঘাত এনেছে। তীব্র বাতাসের তান্ডবে পাহাড়ে বিভিন্ন এলাকায়ই সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কিছু আংশিক, কিছু সম্পূর্ণ। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। তবে এখনো পর্যন্ত উপজেলায় কোন হতাহতের থবর পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর