Bangladesh Pratidin

ফোকাস

  • মধ্যরাতে তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ চার মাদক বিক্রেতা নিহত হয়েছে। এরমধ্যে কুমিল্লায় ২ জন, চুয়াডাঙ্গা ও চট্টগ্রামে একজন করে নিহত হয়েছে।
  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : ১৯ জুন, ২০১৭ ২০:১০ অনলাইন ভার্সন
মির্জা ফখরুলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
মির্জা ফখরুলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন,  বিএনপিকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেয়া হচ্ছে না। তারা নিজেরাও সহায়তা করছে না, আবার বিএনপিকেও করতে দিচ্ছে না। এতে প্রমাণ হয় তারা কতটা অগণতান্ত্রিক ও হিংসুক দল। তিনি সোমবার বগুড়া শহরের নবাবাড়ী রোডে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে একথা বলেন। 

চট্রগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা আব্দুর রহমান, এম আর ইসলাম স্বাধীন, শাহ মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, আলীমুর রাজি তরুন, দেলোয়ার হোসেন পশারী হিরু, আবুল বাশার, শ্রমিকদলের মোশারফ হোসেন স্বপন, সাইদুুল কবির, লিটন শেখ বাঘা,  ছাত্রদলের হাসানুজ্জামান পলাশ, শফিকুল ইসলাম শফিক  প্রমুখ। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow