২২ জুন, ২০১৭ ১৮:২০

কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ জব্দ

অনলাইন ডেস্ক

কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ জব্দ

বাগেরহাটের মোংলার মামার ঘাট এলাকা থেকে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ ২ শত ঘনফুট সুন্দরী গাছ জব্দ করেছে বন বিভাগ। আজ দুপুরে পৌর শহরের মামার ঘাট সংলগ্ন দুইটি কাঠের আড়ৎ অভিযান চালিয়ে এই চোরাই সুন্দরী কাঠ জব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জ কর্মকর্তা মো: মেহেদীজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরবন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই ষ্টেশন অফিসার মো. নুরুজ্জামান বনপ্রহরীদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মামার ঘাট সংলগ্ন দুইটি কাঠের আড়ৎ অভিযান চালায়। এ সময় ওই দুই গোলা থেকে প্রায় ২শ ঘনফুট আয়তনের ৮০ মণ সুন্দরী গাছের জ্বালানী কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জ্বালানী কাঠের মূল্য আনুমানিক প্রায় ৩২ হাজার টাকা বলে জানায় সুন্দরবন বিভাগ। সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী গাছ কিভাবে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে কেটে পাচার করা হয়েছে এবং কারা এর সাথে জড়িত তাদের খুজে বের করতে কাজ শুরু করেছে সুন্দরবন বিভাগ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর