শিরোনাম
২২ জুন, ২০১৭ ১৮:৪২

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এতে ঘটনাস্থলেই চালক এবং চিকিৎসাধীন অবস্থায় অপর ব্যক্তি মারা যায়। আজ দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাইক্রোবাস চালক রফিকুল ইসলাম (৪০) ও ঢাকার উত্তরার আলিফ ড্রিং কিং লিমিটেডের পরিচালক আনোয়ারুল ইসলাম (৪৫)। দুর্ঘটনায় আনোয়ারুল ইসলামের স্ত্রী, ছেলে-মেয়ে ও শ্যালক আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের টিএসআই আশুতোষ জানান, ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা আনোয়ারুল ইসলাম তার পরিবার নিয়ে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি দিনাজপুরে যাচ্ছিলেন। পথে বগুড়ার বেলাইল এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাথরঝোই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক মারা যায়। মাইক্রোবাস চালক রফিকুল ইসলাম (৪০) কুড়িগ্রাম সদর উপজেলার বারতো গ্রামের আজির উদ্দিনের ছেলে। এদিকে  বৃহস্পতিবার বেলা পৌনে ৪ টার দিকে শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত আনোয়ারুল ইসলাম মারা যান। তিনি দিনাজপুর সদর উপজেলার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি ঈদ করতে পরিবারকে সঙ্গে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহতরা শজিমেকে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস আটক রয়েছে বলে জানান টিএসআই আশুতোষ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর