২২ জুন, ২০১৭ ১৯:৪৪

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি:

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

ঝালকাঠিতে এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে সুজন সিকদার (২২) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মকবুল হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন।

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনের সড়কে তিন স্কুলছাত্রীকে উত্যক্ত করে বখাটে কয়েকজন যুবক। স্কুল ছাত্রীরা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে বাকবিতন্ডা হয়। এসময় অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান (পিপিএম সেবা) সিসি ক্যামেরায়  বিষয়টি দেখতে পেয়ে বখাটে সুজন সিকদারকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। আটক সুজন সিকদারকে ঝালকাঠি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের দন্ডাদেশ প্রদান করা হয়। সুজন ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ি গ্রামের আফতার আলী সিকদারের ছেলে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর