২২ জুন, ২০১৭ ২১:২৩

'মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নাই'

দিনাজপুর প্রতিনিধি:

'মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নাই'

মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নাই। একজন ক্রীড়াবিদই পারে সারাবিশ্বে দ্রুত দেশের সম্মান ও পরিচিতি বৃদ্ধি করতে। এজন্য আমাদের লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানসম্মত খেলাধূলায় আগ্রহ সৃষ্টি করতে হবে। আজ বিকেল সাড়ে ৫টায় চিরিরবন্দর উপজেলার হেলিপোর্টে ৪১ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানীর সভাপতিতে প্রধান অতিথি আরো বলেন, তৃণমূল থেকে ক্রীড়াবিদ তৈরি করতে সরকার প্রতি উপজেলায় মিনি ষ্টেডিয়াম তৈরি করছে। এছাড়াও মন্ত্রী চিরিরবন্দর উপজেলার ফেরুসাডাঙ্গা, সরদারপাড়া, বড় হাশিমপুর, তেঁতুলিয়া, সিংগানগর ও গোন্দল গ্রামে অন্তত ১১৩৫টি বাড়িতে নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ উদ্বোধন, উপজেলা প্রশাসনের আয়োজনে ঐচ্ছিক তহবিলের ১৩ লাখ টাকার চেক, ৫জন নৃ-তাত্ত্বিক আদিবাসি কৃষককে ৫টি পাওয়ার টিলার, কৃষি বিভাগের পক্ষ থেকে রসুলপুর আইসিএস কৃষক সংগঠনকে অন্তত ১৫ লক্ষাধিক টাকার রিপার মেশিন, কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার থ্রেসার, পাওয়ারটিলার চালিত সিডার ও রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করেন এবং শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে যোগদান করেন। 

এসব অনুষ্ঠানে বিশেষ অতিথির দিপবি-১'র সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেসুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, প্রকৌশলী ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ, ডিজিএম মো. আশরাফুল আলম, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মোরশেদ-উল-আলম প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর