২৩ জুন, ২০১৭ ১৩:২৩

ফরিদপুরে ঈদ সামগ্রী বিতরণ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে ঈদ সামগ্রী বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারও ফরিদপুরের নদী ভাঙন কবলিত নর্থচ্যানেল, ডিক্রিরচর ইউনিয়নের ১ হাজার অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল, সেমাই, চিনি, দুধ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এফডিএ)। আজ টেপুরাকান্দিস্থ এফডিএ কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফডিএ'র পরিচালক আজহারুল ইসলাম, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পাল, বিএফএফ'র পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, পিডাব্লিউও'র পরিচালক হাফিজুর রহমান প্রমুখ। নদী ভাঙন কবলিত চরাঞ্চলের ১ হাজার পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, সেমাই ও গুড়ো দুধ বিতরণ করা হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর