শিরোনাম
২৩ জুন, ২০১৭ ১৪:০১

নেত্রকোনা পৌর সড়কে নাজেহাল ঘরমুখো মানুষ

নেত্রকোনা প্রতিনিধি


নেত্রকোনা পৌর সড়কে নাজেহাল ঘরমুখো মানুষ

ঈদে কেনাকাটা করতে গিয়ে নেত্রকোনার পৌর সড়কের বেহাল অবস্থার কারণে নাকাল হচ্ছেন নগরবাসী।  অবস্থা গত কয়েকদিনের বৃষ্টিতে তা পাগারে (গ্রামের পানি সেচা ছোট পুকুর)  পরিণত হয়েছে। বড় বড় গর্তগুলো এখন আর গর্তেই সীমাবদ্ধ নয়। শহরজুড়েই দেখা মিলেবে ছোট ছোট পুকুরের! 

মোক্তারপাড়া থেকে শুরু করে দত্ত মার্কেট, ছোট বাজার, তেরী বাজার, আখড়ার মোড়, রাজুর বাজার পর্যন্ত গর্তের পরিমাণ বেড়ে গিয়ে ছোট মাপের পুকুরে পরিণত হয়েছে। 

তিন কিলোমিটার দীর্ঘ শহরের প্রধান সড়কটিতে যখন তখন উল্টে যাচ্ছে রিক্সা, সাইকেল, মোটরবাইক। গত মে মাসে হাওরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিছুটা মেরামত কাজ হয়েছিল। এখন সেটিও অদৃশ্য। 

ঈদের ঘরমুখো মানুষও পড়েছেন বিপাকে। বাড়িতে ঈদ করতে আসা অনেকে নাজেহাল হচ্ছেন। কেউ কেউ কটাক্ষ করে বলছেন, এটি  বর্তমান সরকারের ঈদ উপহার। প্রতিটি মানুষ ঘরে ফিরছেন অতিষ্ঠ হয়ে। দেখার যেন কেউই নেই। 

বিডি প্রতিদিন/২৩ জুন, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর