২৩ জুন, ২০১৭ ১৬:০২

বরিশালে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

র‌্যালী, আলোচনা সভা এবং পদক প্রদানের মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে, ২০১৭। দিবসটি পালন উপলক্ষ্যে আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কর্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা এবং বরিশাল জেলা প্রশাসক পদক-২০১৭ বিতরন করা হয়। 

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম ও বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ। এছাড়া অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ ও অতিরক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

পরে, সরকারী কাজে বিভিন্ন পর্যায়ে অগ্রনী ভূমিকা রাখায় শিক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা, সমাজ সেবাসহ ১০টি ক্যাটাগরিতে ১০ জন কর্মকর্তা-কর্মচারীকে পদক প্রদান করা হয়।

বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর