শিরোনাম
২৩ জুন, ২০১৭ ১৬:১২

বরিশাল-ঢাকা সড়কে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-ঢাকা সড়কে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

সংগৃহীত ছবি

বরিশাল-ঢাকা সড়কে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। শুক্রবার সরেজমিনে এই চিত্র দেখা যায়। বরিশাল থেকে আব্দুল্লাহপুর আগে নন-এসি বাস ভাড়া ছিল সাড়ে ৪০০ টাকা। এখন ঈদ উপলক্ষ্যে যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে সাড়ে ৭০০ টাকা। এই রুটে এসি বাসের টিকেট ছিল সাড়ে ৬০০ টাকা। এখন নেয়া হচ্ছে সাড়ে ১২০০ টাকা। 

বরিশাল-ঢাকা রুটের বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া যায়। 

খোঁজ নিয়ে জানা যায়, ঈদের আগে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০০ বাস দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে প্রবেশ করছে। সব রুটের বাসেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। 

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গোলাম মাসরেক বাবলু বলেন, সরকারি ভাড়ার হার অনুযায়ী বরিশাল-ঢাকা রুটে নন-এসি বাসে জনপ্রতি ভাড়া ৫১২ টাকা এবং এসি বাসের ভাড়া ১০০০ টাকা। এর বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের বিচার হওয়া উচিত। 

জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান সহনশীল ভাড়া আদায়ের জন্য বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
অতিরিক্ত ভাড়া আদায় করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অপরাধের তাৎক্ষণিকভাবে বিচার করা হবে। 

বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর