২৩ জুন, ২০১৭ ১৬:৫৭

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত

কুমিল্লা প্রতিনিধি

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত

কুমিল্লার বুড়িচংয়ে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক কিশোরের হাতের কব্জি ক্ষত-বিক্ষত হয়েছে। উপজেলা সদরের অগ্রণী ব্যাংকের পেছনে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত নাঈম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত আবদুস শুক্কুর মিয়ার ছেলে। বর্তমানে সে কুমিল্লার উত্তর শাসনগাছা ঈদগাহ সংলগ্ন ভাড়া বাসায় থাকে।

বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে অবিস্ফোরিত কালো টেপ মোড়ানো আরো দুইটি ককটেল উদ্ধার করেছেন।

এ ব্যাপারে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে বলেন, ককটেলগুলো নাঈম অন্য কোথাও থেকে কুড়িয়ে পেয়ে প্লাস্টিকের বস্তায় ভরে এখানে নিয়ে আসে বলে জানা গেছে। মূল্যবান বস্তু মনে করে নাঈম এটি ইটে আঘাত করলে বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর আহত হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ককটেলের উৎস নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর