২৩ জুন, ২০১৭ ১৭:৫৫

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রতীকী ছবি

শুক্রবার বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাসের হেলপার প্রকাশ (২৫) ও ভ্যানচালক অনিল চন্দ্র (৪০)। 

এদিকে, দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুরের হাজিপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখী সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত পাঁচজনকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এইচএন নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। দুপুর ২টার দিকে হাজীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। 

অপরদিকে, ভোরে বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের হেলপার প্রকাশ মারা মারা যায়। নিহত হেলপার শেরপুর উপজেলার সোহাগের ছেলে।

বগুড়ার ট্রাফিক পুলিশের পরিদর্শক বিকর্ণ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর