২৪ জুন, ২০১৭ ০৯:৩৪

বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে ৭ ঘণ্টা পর যান চলাচল শুরু

শেখ আহসানুল করিম, বাগেরহাট :

বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে ৭ ঘণ্টা পর যান চলাচল শুরু

ঢাকা- বাগেরহাট-পিরোজপুর মহসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক উল্টে রাস্তার উপর পড়ে থাকার সাড়ে ৭ ঘণ্টা পর সচল হয়েছে মহাসড়ক। সড়কের দু'পাশে অন্তত দুই কিলোমিটার এলাকায় যাত্রীবাহি পরিবহনসহ যানবাহন আটকে থাকা দীর্ঘ যানজটের আবসান হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা-বাগেরহাট-পিরোজপুর মহসড়কের বাগেরহাট সদর উপজেলার ফতেপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা ও চট্টগ্রাম এবং উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থান থেকে ঈদে ঘরে ফেরা দক্ষিণাঞ্চলের মানুষ মহাভোগান্তিতে পড়েন। 

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজেত আলী বলেন, খুলনা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মুরগীর খাবারবাহী একটি ট্রাক রাত সাড়ে ১০টায় দুর্ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মহাসড়কের উপর ট্রাকটি পড়ে থাকায় দুপাশে অন্তত দুই কিলোমিটার এলাকায় যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ওই সময় থেকেই এই মহসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। যানচলাচল স্বাভাবিক করতে মহাসড়কের উপর উল্টে যাওয়া ট্রাকটি ভোর ৬টার দিকে সরাতে সক্ষম হয় পুলিশ। ফলে সাড়ে ৭ ঘন্টা পর ফের সচল হয় মহাসড়কটি।


বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর