২৪ জুন, ২০১৭ ১৪:২৮
ডিসি অফিসে নিয়োগে কোটা নেই

ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

ঠাকুরগাঁও ডিসি অফিসে পরিচ্ছন্ন কর্মী নিয়োগে হরিজন সম্প্রদায়ের কোটায় চাকরি না হওয়ায় মানবন্ধন করেছে হরিজন ঐক্য পরিষদ।

শনিবার বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
 
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি শ্রী নরেশ চন্দ্র দাস হাড়ী, সাধারণ সম্পাদক শ্রী রাজু বাঁশফোর প্রমুখ। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে ৪জন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেয়। এদের মধ্যে কেউই হরিজন সম্প্রদায়ের নয়, অন্য সম্প্রদায়ের। এ ক্ষেত্রে নিয়োগে হরিজনদের কোটা পুরন করা হয়নি। বক্তারা অরিলম্বে ওই নিয়োগ বাতিল করে পুন:নিয়োগ দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত ২১ জুন ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে ৪ জন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক পরিপত্রে বলা হয়, পৌরসভায় সরকারি বা আধা সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন কর্মী (ঝাঝুদার/ক্লিনার বা সুইপার) নিয়োগের ক্ষেত্রে মোট পদের শতকরা ৮০ ভাগ জাতি হরিজনদের মধ্য থেকে পুরন করা হবে।


বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর