২৪ জুন, ২০১৭ ১৮:৪৪

'জঙ্গিবাদের বিরুদ্ধে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে'

শরীয়তপুর প্রতিনিধি

'জঙ্গিবাদের বিরুদ্ধে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে'

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। পবিত্র ইসলাম ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা ইসলামের শত্রু। ইসলামে মানুষ হত্যা মহাপাপ। যারা ইসলামের নামে জঙ্গিবাদ-সন্ত্রাস করছে তাদের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে আমেল সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

শনিবার বিকেলে শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা আমেনা রওশন হাফেজিয়া মাদরাসার ছাত্রদের মাঝে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এনামুল হক শামীম বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। বিএনপির ক্ষমতা আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের উত্থান হয়। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জঙ্গি নির্মূল হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। আগামীতে জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। এজন্য দেশবাসীকে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে আলেম সমাজসহ দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা ক্ষমতায় আসলে মানুষ নিরাপদ থাকে, শান্তিতে বসবাস করে। উন্নয়ন হয়। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হয়। দেশের উন্নয়ন অগ্রগতি ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। কাজেই নৌকা মার্কায় ভোট দিন। নৌকায় ভোট দিলে উন্নয়ন ও শান্তি পাবেন। 

বেগম আশরাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, চরভাগা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সিকদার, শরিয়তপুর জেলা প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন পাইক, কাছিটাকা ইউপি চেয়ারম্যান আবুল হাসেম দেওয়ান, ডিএমখালি ইউপি চেয়ারম্যান জসিম মাতবর, চরসেনসানের চেয়ারম্যান জিটু বেপারি, ফাউন্ডেশনের এমএ আকবর, এম কাউয়ুম, চরভাগা আমেনা রওশন হাফেজিয়া মাদরাসার সুপারেনটেন্ড হাফেজ মাওলানা হাবিবুর রহমান ও হাফেজ মাওলানা আবদুল মালেক প্রমুখ। 

বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর