২৫ জুন, ২০১৭ ১২:২৪

পটুয়াখালীর ৩৫ গ্রামে পালিত হচ্ছে ঈদ

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর ৩৫ গ্রামে পালিত হচ্ছে ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে ঈদ-ঊল-ফিতর। জেলার বাউফল, কলাপাড়া, গলাচিপা, দশমিনা ও সদর উপজেলার প্রায় ৩৫ গ্রামের অন্তত ২৫ হাজার ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদ-ঊল-ফিতর পালন করছেন।

আজ রবিবার সকাল ১০ টায় পটুয়াখালীর বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামায়াত পরিচালনা করেন হাফেজ ড. বাকী বিল্লাহ মেসকাদ চৌধুরী।

১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে একইদিনে তারা রোজা, ঈদ-ঊল-ফিতর ও ঈদ-ঊল-আযহা পালন করে আসছেন। স্থানীয়ভাবে ওইসব গ্রামবাসী চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও বদরপুর দরবার শরীফ এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত।


বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর