২৫ জুন, ২০১৭ ১৩:৫৫

বরিশালে কয়েক হাজার পরিবারে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে কয়েক হাজার পরিবারে ঈদ উদযাপন

বরিশালসহ দক্ষিনাঞ্চলের কয়েক হাজার পরিবার আজ রবিবার ঈদুল ফিতর উদযাপন করছে। এই মতাদর্শী মুসলমানরা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরীফের অনুসারী। ২৯টি রোজা পালন শেষে আজ ঈদের জামাত আদায় করেন তারা। 

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাহাঁগীরিয়া সুফিয়া মমতাজিয়া খানকা শরীফ মসজিদে সকাল ৯টায় এবং ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী জাহাঁগীরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে সকাল ১০টায়সহ টিয়াখালীর চৌধুরী বাড়ি, বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী এলাকার সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমীর দুয়ারী বাড়ির জামে মসজিদে প্রতি বছরের মতো এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতের পর তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

খানপুরার জাহাঙ্গীর সিকদার ও মাধবপাশার আমির দুয়ারী বলেন, সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে তারা রোজা, ঈদ, কোরবানীসহ যাবতীয় ধর্মীয় আচার্য পালন করে থাকেন। 

বরিশাল ছাড়াও পটুয়াখালীর কলাপাড়ার নিশানবাড়িয়া, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকাসহ বিভাগের ৬ জেলায় কয়েক হাজার পরিবারে আজ রবিবার ঈদ-উল ফিতর উদযাপিত হচ্ছে।

 

বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর