২৬ জুন, ২০১৭ ১১:২৪

ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দানে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম নামাজের ইমামতি করেন ঈদগাহ মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন।

প্রধান জামাতে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক, সমাজিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন। 

বয়ানে ইমাম আব্দুল্লাহ আল মামুন জাকাত দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। এসময় তিনি ধনী-গরীব ভেদাভেদ, রাগ, ক্ষোভ ভুলে ঈদ উৎসব পালনের আহ্বান জানান। নামাজ শেষে বিশ্বের সকল মুসলমানদের শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গলকামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে ভাতৃত্বের বন্ধন আরো জোড়ালো করতে কোলাকুলি করেন মুসল্লিরা।

এদিকে ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয় ঈদগাহ মাঠে। এসময় দুই শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা প্রদান করেন বলে জানিয়েছেন জেলা পুলিশ। জেলার ১৩টি উপজেলায় ২১৫৯টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। 


বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর