২৬ জুন, ২০১৭ ১৩:১৪

লামায় দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

লামা (বান্দরবান) প্রতিনিধি:

লামায় দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

বান্দরবানের লামায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় সোমবার বেলা সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো আলীকদম নয়াপাড়া এলাকার আব্দু রহমানের ছেলে জাহেদুল ইসলাম (১০), মো. শফির ছেলে ছরোয়ার হোসেন (১২), পান বাজার এলাকার মোজাম্মেল হকের ছেলে আসাদ (১২) ও চকরিয়ার বেহুলা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মঞ্জুর আলম (৪২)। 

নিহতদের লাশ চকরিয়া হাসপাতালে রয়েছে বলে মেডিকেল অফিসার ডা. শর্মিলা চৌধুরী নিশ্চিত করেছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আহতরা চকরিয়া সরকারী হাসপাতাল, চকরিয়া সিটি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, জীপ গাড়িটি আলীকদম থেকে যাত্রী বোঝাই করে চকরিয়া যাচ্ছিল। গাড়িতে কমপক্ষে ৫০ থেকে ৫৬ জন যাত্রী ছিল। পথে মিরিঞ্জায় পর্যটন এলাকায় এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। ২ জনের চকরিয়া হাসপাতালে, একজন চকরিয়া সিটি হাসপাতালে ও আরেকজন চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যায়।

প্রসঙ্গত, দুর্ঘটনা ঘটার পর পরই ৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেলেও নিশ্চিত হওয়া যায়নি।

বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৭/আরাফাত/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর