২৬ জুন, ২০১৭ ১৯:১৮

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার: ওবায়দুল কাদের

ফাইল ছবি

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া, ১ মাসের মধ্যে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক ভারী যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে বলেও জানান তিনি।

আজ রাঙামাটি সড়কের ভেঙে যাওয়া অংশ পরিদর্শন করতে গিয়ে সেতুমন্ত্রী বলেন, রাঙামাটি-চট্টগ্রাম সড়কটি চালু রাখা খুবই প্রয়োজন। তাই রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকার ধসে যাওয়া রাস্তায় একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হবে।

এসময় মন্ত্রী আরো বলেন, পাহাড় ধসের ৭ দিন পর বিএনপি লোক দেখানো নাটক করতে রাঙামাটি আসতে চেয়েছিল। তবে মির্জা ফখরুলের ওপর যারা হামলা করেছে তারা যে দলেরই হোক- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি।

বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৭/ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর