২৭ জুন, ২০১৭ ১৯:১১

নাশকতা চেষ্টার অভিযোগে মহেশখালীতে আটক ৫

অনলাইন ডেস্ক

নাশকতা চেষ্টার অভিযোগে মহেশখালীতে আটক ৫

কক্সবাজারের মহেশখালীতে নাশকতার চেষ্টার অভিযোগে পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা জামায়াতে ইসলামীর নেতা বলে পুলিশের দাবি। 

আটক ব্যক্তিরা হলেন- আশরাফ হোসাইন টিপু প্রকাশ সাদ্দাম, মো. হানিফ, শফিউল আলম, মো. শহিদুল্লাহ এবং আতাউর রহমান।

এ ব্যাপারে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে শাপালপুর ইউনিয়নের মুকবেকীর গোদারপাড়ায় এ অভিযান চালানো হয়। 
এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি এলজি বন্দুক, সাতটি কিরিচ ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া, আটক ব্যক্তিরা শাপলাপুর ইউপির মুকবেকীর বাসিন্দা এবং জামায়াতের ইউনিয়ন ও উপজেলার দায়িত্বশীল নেতা বলেও জানায় পুলিশ।

এ প্রসঙ্গে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শাপলাপুর ইউনিয়নের প্রধান ঈদ জামাতের আগে জামায়াতে ইসলামের উপজেলা আমীরের ছোট ভাই সাদ্দাম ও জামায়াতের একদল সক্রিয় সদস্য ঈদগাহ মাঠে প্রকাশ্যে অস্ত্র নিয়ে লোকজনকে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ গেলে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে তাঁরা গোপন বৈঠক করে নতুন করে নাশকতার পরিকল্পনা করতে থাকে। ওই বৈঠক থেকে অস্ত্রসহ এদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও নাশকতার দায়ে মামলা করা হয়েছে বলে ওসি প্রদীপ কুমার জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/২৭ জুন, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর