২৮ জুন, ২০১৭ ০১:০৫

নাফ নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):

নাফ নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

এক কিশোরকে উদ্ধার করে নিয়ে অাসছে স্থানীয়রা

ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে টেকনাফের নাফনদীতে নৌকা ডুবির ঘটনায় ৩ কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সাড়ে বিকেল ৫ টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ১৪ জনকে উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্য তৎপরতা অব্যাহত রেখেছে।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কৃত বড়ুয়া জানান, 'নৌকাডুবির ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেওয়া হচ্ছে। আপাতত এ ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছে।'

নিখোঁজ শিশু-কিশোররা হলো,টেকনাফ পৌরসভা এলাকার ইসলাবাদের মনু মিয়ার ছেলে মোঃ আমিন (৯), মৌলভী পাড়ার মীর আহমদের ছেলে আনোয়ার সাদেক (১৪) এবং নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৫)।

টেকনাফস্থ কোস্টগার্ড ষ্টেশনের লে: কমান্ডার জাফর ইমাম সজীব জানান, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। 

স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে নাফ নদীর নতুন জেটি দিয়ে ছোট ছোট কয়েকটি নৌকায় শিশু-কিশোররা ভ্রমণে যায়। এমন একটি নৌকা প্রায় ১৮-২০ জন যাত্রী নিয়ে নাফনদী ভ্রমন শেষে ফেরার পথে জেটির একটি পিলারে ধাক্কা লাগে। এতে নৌকাটি উল্টে গিয়ে সব যাত্রী পানিতে পড়ে যায়।এসময় আশেপাশে থাকা স্থানীয়রা অন্যান্যদের উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছে অন্তত তিন জন।

উদ্ধার হওয়া সাইফুল জানান, 'ছোট নৌকা করে আমরা মোট ১৭ জন ভ্রমণে বের হই। কিছুক্ষণ পর নৌকাটি ডুবে যায়। এসময় একটি নৌকা আমাদের উদ্ধার করে। বাকিরা কে, কোথায় জানি না।

বিডি প্রতিদিন/ ২৮ জুন, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর