২৮ জুন, ২০১৭ ০১:৫৯

কাহারোলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

দিনাজপুর প্রতিনিধি:

কাহারোলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

দিনাজপুরের কাহারোলের সুন্দরপুর ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে দুই গ্রামবাসির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার এ সংঘর্ষে আহতদের মধ্যে ৯ জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ছাত্রলীগের ইউনিয়ন কমিটিতে সভাপতি পদে পছন্দের প্রার্থী পেতে চান আওয়ামী লীগের সুন্দরপুর  ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম। এতে আপত্তি তোলেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মানিক। এ নিয়ে গত চার দিন ধরে উভয় পক্ষের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়। 

গত সোমবার সন্ধ্যায় গড়েয়াবাজারে ডেকে নিয়ে আনোয়ার হোসেন মানিককে বেধড়ক পিটুনি দেয় প্রতিপক্ষের লোকজন। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভাতগাঁ ও হোসেনপুর গ্রামের বাসিন্দারা।

সংঘর্ষে আহত ১৫জনের মধ্যে আনোয়ার হোসেন মানিকসহ উভয় পক্ষের ৯ জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সংঘর্ষ চলাকালে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দাঙ্গা পুলিশসহ ঘটনাস্থলে অবস্থান নেয় কাহারোল থানা পুলিশ। 

কাহারোল থানার পরিদর্শক মনসুর আলী জানান, সংঘর্ষের বিষয়ে কোনো পক্ষ মামলা করেনি। কাউকে আটক করা হয়নি। 

বিডি প্রতিদিন/ ২৮ জুন, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর