২৮ জুন, ২০১৭ ১৫:১৪

টাঙ্গাইলে কালি মন্দিরে মূর্তি ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে কালি মন্দিরে মূর্তি ভাঙচুর

টাঙ্গাইল পৌর এলাকার বেড়াই পশ্চিম পাড়া গ্রামে দুইশত বছরের প্রাচীন কালিমন্দিরের কালি ও মহাদেবসহ ছয়টি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী ধারনা করছেন।

বেড়াই পশ্চিম পাড়া কালিমন্দির কমিটির সভাপতি চিত্ত রঞ্জন দাস জানান, প্রায় দুইশত বছরের পুরাতন এ মন্দিরে চারটি গ্রাম বাজিতপুর, গারাইল, বেড়াই ও কাজিপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন যাবত পুর্জা অর্চনা করে আসছেন। কিন্ত গত রাতে দুস্কৃতিকারী চক্র কালিমন্দিরে ঢুকে মা কালির হাত পা, মহাদেরবের মাথা, স্বরসতীর হাত পা ভাংচুর করেছে। তারা হিন্দু সম্প্রদায়ের সাথে-মুসলমানদের মাঝে সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। দুবৃর্ত্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভুইয়া জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারাই এ কাজ করে থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।


বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর