২৮ জুন, ২০১৭ ১৮:৩৭

সিরাজগঞ্জে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ফরিদুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫জন। নিহত কলেজ ছাত্র কামারখন্দের পাইকশা গ্রামের দানেজ সেখের ছেলে ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। বুধবার দুপুরে উপজেলার পাইকশা ও বাগবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, কিছুদিন আগে পাইকশা গ্রামের লোকজনের বিরুদ্ধে পার্শ্ববর্তী বাগবাড়ী গ্রামের লোকজন মামলা করে। এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় গত দু'দিন ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলছিল। বুধবার দুপুরে পুনরায় দু'দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাগবাড়ী গ্রামের অস্ত্রের আঘাতে তার ঘাড় ও মাথা কেটে যায়। গুরুত্বর অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ ও পরে ঢাকায় নেয়ার পথে ছয়টার দিকে মারা যায়। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
 
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সিনহা জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

 

বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর