২৮ জুন, ২০১৭ ১৯:৩৫

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

স্থানীয়রা জানায়, ঈদের দাওয়াতে গোপলার বাজার এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান দেবপাড়া গ্রামের আব্দুল আলীমের স্ত্রী সুজিয়া বেগম ও তাদের সন্তান ৩য় শ্রেণীর ছাত্র উমর মিয়া। বুধবার বিকেলে তারা মহাসড়কের গোপলার বাজার থেকে একটি সিএনজি অটোরিকশা যোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে নতুনবাজার নামক স্থানে আসা মাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ও ওই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে ছেলে উমরের মৃত্যু হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়ার সময় মা সুজিয়া বেগমের মৃত্যু হয়। ঘটনার সময় গাড়ি দুটি দুমরে মুছরে যায়। এ সময় প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। 

নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর