২৮ জুন, ২০১৭ ২১:৪৭

কবুতর উদ্ধারে নদীতে ঝাপ, কার্গো জাহাজ লস্করের মৃত্যু

শেখ আহসানুল করিম, বাগেরহাট:

কবুতর উদ্ধারে নদীতে ঝাপ, কার্গো জাহাজ লস্করের মৃত্যু

সংগৃহীত ছবি

মোংলা বন্দরের পশুর নদীর লাউডোব এলাকায় পোষা কবুতর উদ্ধার করতে গিয়ে নদীতে ঝাপ দিয়ে পড়ে এক কার্গো জাহাজের লস্করের মৃত্যু হয়েছে। 

গত শনিবার বিকেলে তার নিজের পোষা কবুতরটি জাহাজ থেকে উড়ে নদীতে পড়ে গেলে সেটি উদ্ধারের জন্য তিনিও নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ হন। এরপর পরদিন রবিবার দুপুরে পশুর নদীর ঢাংমারী এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

কার্গো জাহাজ এম, ভি মারুফা’র মাষ্টার মো: মোস্তাফিজুর রহমান জানান, বন্দরের পশুর চ্যানেলের লাউডোব এলাকায় শনিবার বিকেলে জাহাজটি বাঁধা ছিল। জাহাজের লস্কর মো: হাসমত হাওলাদারের কয়েকটি পোষা কবুতর ছিল ওই জাহাজটিতে। বিকেলে তার পোষা কবুতরের মধ্য থেকে একটি কবুতর জাহাজ থেকে উড়ে গিয়ে নদীতে পড়ে যায়। এ সময় হাসমত তার ওই কবুতরটি উদ্ধারের জন্য সাথে সাথে নদীতে লাফ দেন। 

পরবর্তীতে আর ভেসে উঠতে না পারায় নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার একদিন পর রবিবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কার্গো জাহাজের লস্করের বাড়ী মোংলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরের খন্ড গ্রামে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর